নিজস্ব প্রতিবেদক॥ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তায় মাইক্রোবাসের ধাক্কায় পা ভেঙ্গে গেছে কলাপাড়ার নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি ও নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, শনিবার সকাল অনুমানিক সাত টার দিকে মনিংওয়ার্ক সেরে মাছ কিনতে চৌরস্তার মাছের বাজারের উদ্দ্যেশ্যে রওনা দিলে চৌরাস্তার উপর একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে তার তার ডান পা ভেঙ্গে গুরুতর জখম হয়।
স্থানীযরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতলে ভর্তি করা হয়েছে।