চরফ্যাশনে ভাইয়ের হাতে বোন খুন, আটক ৪
চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন পৌরসভা ৬নং ওয়ার্ডের পূর্ব আদর্শ পাড়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় পুকুরে হাঁস নামাকে কেন্দ্র করে পারুল (৪০) নামের এক গৃহবধূ তার সৎ ভাইয়ের হাতে খুন হয়েছে।
এ ঘটনায় চরফ্যাশন থানা পুলিশ নিহতের পিতা কাশেম, সৎ মা রেহানা, স্বামী আজাদসহ চারজনকে আটক করেছেন।
নিহত পারুল চরফ্যাশন পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব আদর্শ পাড়া গ্রামের আজাদের স্ত্রী।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা নেয়া হবে।