চরফ্যাশনে ভূমিহীন-গৃহহীনদের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪১, ফেব্রুয়ারি ১৮ ২০২১ মিনিট

জিহাদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক॥ মুজিববর্ষে ভোলার সব উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নে চলমান ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজ পরিদর্শনে যান ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক। এ সময় তিনি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এ অঞ্চলের জন্য উপযোগী ও টেকসই ঘর নির্মাণকাজের অগ্রগতিতে এবং নির্মাণ কাজ প্রায় শেষের দিকে দেখে সন্তোষ প্রকাশ করেন। ইতিমধ্যে যেসব গৃহহীন পরিবার গুলো ঘর বুঝে পেয়েছেন এবং জনসাধারণের সাথে কথা বলেন জেলা প্রশাসক। ভোলা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মাণকাজ পরিদর্শনকালে চরফ্যাশন উপজেলা নির্বাহি অফিসার রুহুল আমিন, সহকারী (ভূমি)কমিশনার রিপন বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীর বছরে অর্থাৎ মুজিববর্ষে এটিই হবে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। আগামী মার্চের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।