বরিশালে অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন

দেশ জনপদ ডেস্ক | ১৯:১০, ফেব্রুয়ারি ১৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে অনার্স প্রথমবর্ষের সব বিষয়ের সিলেবাস অর্ধেক, ফরম ফিলআপের টাকা মওকুফসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সামনের সড়কে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থীরা। বিএম কলেজের শিক্ষার্থী জায়েদ ইবনে হারুনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা সব বিষয়ের সিলেবাস অর্ধেক, করোনায় আর্থিক সংকটের কারণে ফর্ম ফিলআপের টাকা মওকুফসহ তাদের তিন দফা দাবি মেনে নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বায়ন জানান। এ সময় বক্তব্য রাখেন- শিক্ষার্থী জুবায়ের হোসেন ইমন, এমএইচ সাকিব, মুশফিকুর রহমান চয়ন, আবু রায়হান অন্তুসহ অন্যরা।