মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে- ডিআইজি শফিকুল ইসলাম

কামরুন নাহার | ০১:১৫, জানুয়ারি ২৯ ২০২০ মিনিট

ভোলা প্রতিনিধি ॥ “মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে লালমোহন কামিল মাদ্রাসার মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন হাবিবুল হাসান রুমী, উপজেলা নির্বাহী অফিসার, লালমোহন। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রুপান্তরিত করতে হলে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন মুক্ত সোনার বাংলা গড়তে পারবো। সিরিয়া ও ইরাকের মত দেশ আজ কোথায় চলে গেছে। আরও বক্তব্য রাখেন এমদাদুল ইসলাম তুহিন, মেয়র লালমোহন পৌরসভা, ফখরুল আলম হাওলাদার, সাধারণ সম্পাদক লালমোহন উপজেলা আ’লীগ, প্রফেসর অধ্যক্ষ ড. সফিকুল ইসলাম মোল্লা, সরকারী শাহবাজপুর কলেজ, শফিকুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক লালমোহন পৌরসভার আ’লীগ, আবুল হাসান রিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান, লালমোহন উপজেলা পরিষদ, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন, লালমোহন কামিল মাদ্রাসার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করে, মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), ভোলা। অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিগন।