লালমোহনে রাজ মিস্ত্রির আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক॥ ভোলার লালমোহনে গলায় গামছা পেচিয়ে মো. জাকির হোসেন (২৬) নামের এক রাজ মিস্ত্রি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে পৌরসভার ১ নং ওয়ার্ডের সাধুগো বাড়িতে এ ঘটনা ঘটে। জাকির ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ রাজ মিস্ত্রি পেশার সাথে জড়িত ছিলেন।
জাকিরের ছোট ভাই সাইফুল্যাহ জানান, প্রতিদিনের মত সে রাতে খেয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তার কোনো সাড়া না পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।