ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষে আহত ২০

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৪, ফেব্রুয়ারি ১৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও বিক্ষুদ্ধ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন্স সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান ও শওকাত হোসেন সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে প্রাথমিকভাবে সেচ্ছাসেবকলীগ নেতা মহসিন, খলিল, ইকবাল, কামরুল, রুবেল ও ফারুকের নাম পাওয়া গেছে। এ ঘটনায় উভয় প্রার্থী একের অপরের বিরুদ্ধে পাল্টা-পাল্টি অভিযোগ তুলেছেন। স্থানীয়রা জানান, কাউন্সিলর প্রার্থী জুম্মানের সমর্থকরা সকালের দিকে পুলিশ লাইন সংলগ্ন তিন রাস্তার মোড়ে গণসংযোগ করছিলেন। এ সময় অপর প্রার্থী শওকাত গ্রুপের সমর্থকদের সঙ্গে বাক-বিতণ্ডার একপর্যায়ের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ। কাউন্সিলর প্রার্থী জুম্মান অভিযোগ করে বলেন, আমার নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে কাউন্সিলর প্রার্থী শওকতের কর্মীরা। এতে আমার ৩০-৪০ জন সমর্থক আহত হয়েছেন। অপর কাউন্সিলর প্রার্থী শওকত পাল্টা অভিযোগে করে বলেন, আমার কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে জুম্মান গ্রুপের লোকজন। এতে আমার কর্মী-সমর্থকরা আহত হয়েছেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। ঘটনাস্থল পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।