নগরবাসীর নিরাপত্তায় ১৩ স্থানে ক্যামেরা স্থাপন

কামরুন নাহার | ০০:৫৪, জানুয়ারি ২৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ জনগণের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নগরীর ১৩টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করেছে মহানগর পুলিশ। যা নিয়ন্ত্রন হবে নগর পুলিশের কন্ট্রোল রুম থেকে। গতকাল মঙ্গলবার সকালে এ কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টার দিকে নগরীর আমতলার মোড়ে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) ফিতা কেটে এবং দোয়া মোনাজাতের মাধ্যমে কন্ট্রোল রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু সালেহ মু. রায়হান, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) জুলফিকর আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ জোন) মোখতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর জোন) খায়রুল আলম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার- পিপিএম (বার)। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং মহানগরীর চার থানার দায়িত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ওসিগণ উপস্থিত ছিলেন। তথ্য নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের প্রধান ইন্সপেক্টর তানজিল আহমেদ জানায়, ‘ইতিপূর্বে মোবাইল, টেলিফোন বা ওয়ার্লেসের মাধ্যমে কন্ট্রোল রুম পরিচালনা হতো। তবে এখন প্রযুক্তিগত উন্নয়ন করা হয়েছে। তিনি বলেন, ‘নগরবাসির সেবার মান আরও বৃদ্ধির পাশাপাশি তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মহানগরীর ১৩টি পয়েন্টে ২৯টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কোর্ট এলাকা, নথুল্লাবাদ, রূপাতলী, কাকলির মোড়, জেলখানার মোড়সহ গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্টে সিসি ক্যামেরাগুলো বসানো হয়েছে। এগুলো কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রন হবে। এজন্য কন্ট্রোল রুমে আলাদা আলাদা টিভি মনিটর বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরও আধুনিক প্রযুক্তি দিয়ে কন্ট্রোল রুম সাজানো হবে। এতে করে নিরাপত্তার পাশাপাশি অপরাধও নিয়ন্ত্রনে আসবে বলে মনে করেন এই কর্মকর্তা।