রিপোর্ট দেশ জনপদ॥ গাজীপুরের টঙ্গী আউচপাড়া মোক্তার বাড়ি রোডের আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করেেছ পুলিশ। এরা হলো মো: শরিফুল ইসলাম(২২), শামীম মিয়া (২০), মো: জাবেদ মিয়া (২৫) ও মো: সোহাগ রানা (২১)।
এসময় পুলিশ ওই বাসা থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, সোমবার রাত পৌনে ১১ টার সময় ওই বাড়ির ৫ম তলা ফ্লাটের নিচ তলায় মাদক কারবারিরা অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহআলমসহ একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পরে খাটের নিচে স্কচটেপ দ্বারা মোড়ানো (১৩) বান্ডিল ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ উল্লেখিত চারজনকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে পশ্চিম থানার ওসি শাহআলম এর সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।