মনপুরায় বিপুল পরিমাণ অবৈধ বেহুন্দি জাল পোড়াল কোস্টগার্ড

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৯, ফেব্রুয়ারি ১৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ভোলার মনপুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস করেছে কোস্টগার্ড। মনপুরা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আব্দুস সামাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১৫ সোমবার) সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলার তালতলা, সূর্যমুখী বাজার, রিজিরখাল ও ভূঁইয়ার হাট সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদীতে এই অভিযান চালানো হয়। এসময় নদীতে মাছ ধরা অবস্থায় ২৯ টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে উপজেলার মিয়া জমিরশাহ্ বাজার ঘাটে এনে এসব অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এবং বেহুন্দি জালে থাকা বিভিন্ন প্রকারের জব্দকৃত মাছ স্থানীয় অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল গাফফার, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সমিতির সভাপতি মোঃ নাছির মহাজন, কোস্টগার্ডের সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।