টিকা নেয়ার পরও মাস্ক পরার আহবান জানান আমির হোসেন আমু

দেশ জনপদ ডেস্ক | ১৮:০১, ফেব্রুয়ারি ১৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর সৌজন্যে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আমির হোসেন আমু। উদ্বোধনের পর পর্যায়ক্রমে পৌরসভার ৫০ হাজার নাগরিককে এ মাস্ক দেওয়া হবে। জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইসলাম ব্রাদার্সের পরিচালক মো. মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আব্দুল মান্নান রসুল, চেম্বার অব কমার্সের সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক। প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা সফল হয়েছি। উন্নত দেশের সাথে আমরাও করোনার টিকা পেয়েছি। টিকা নেওয়ার পরও মাস্ক পরার আহবান জানান তিনি।