নিজস্ব প্রতিবেদক॥ ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব ভালোবাসা দিবস পালন করেছে বরিশালের কিছু উদ্যমী তরুণ-তরুণী। নগরীর বিভিন্ন স্থানের মানসিক ভারসম্যহীন মানুষের সেবা-যত্ন করে তাদের প্রতি ভালোবাসার প্রদর্শন করেছে তারা। এই কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে পড়লে মানসিক ভারসাম্যহীন মানুষ উপকৃত হবে বলে ধারণা সুশীল সমাজের।
বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আহার’। সংগঠনের সদস্যরা রবিবার সকাল থেকেই ছোট ছোট দলে বিভক্ত হয়ে খুঁজে ফেরেন নগরীর বিভিন্ন স্থানে থাকা মানসিক ভারসম্যহীন মানুষদের। যাকে যেখানে পেয়েছেন, সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় নগরীর সদর রোডের সিটি কলেজ চত্বরে। এরপর চুল-দাড়ি কেটে গোসল করিয়ে তাদের নতুন পোষাক পরিধান করিয়ে উন্নত মানের খাবার দেয়া হয় বলে জানান সংগঠনের সহ-সভাপতি রুবি তালুকদার।
মানসিক ভারসাম্যহীনদের জন্য সংগঠনের পক্ষ থেকে আরও কিছু করার চিন্তা ভাবনা করার কথা জানিয়েছেন ‘আহার’ এর সভাপতি আল-আমিন হাওলাদার।
তবে এই কার্যক্রম আরও বেগবান করতে অর্থ সংকট রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম।
এই কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে পড়লে মানসিক ভারসাম্যহীন মানুষ উপকৃত হবে বলে মনে করেন উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন।
করোনা প্রকোপের শুরুতে মানসিক ভারসম্যহীন, ছিন্নমুল ও অসহায় মানুষদের খাবার দেয়া শুরু করে বরিশালের ৬ শিক্ষার্থী। এরপর তারাই গঠন করে ‘আহার’ নামে একটি মানবিক সংগঠন। বর্তমানে বরিশালে এই সংগঠনের সদস্য সংখ্যা অর্ধশত। দেশের ১৪ জেলায় দুই শতাধিক কর্মী নিয়োজিত রয়েছে মানবিক সেবাধর্মী এই কাজে।