বানারীপাড়ায় সুভাষ-মুলাদীতে রুবেল-কলাপাড়ায় বিপুল মেয়র নির্বাচিত

দেশ জনপদ ডেস্ক | ২২:০৯, ফেব্রুয়ারি ১৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ চতুর্থ ধাপের পৌর নির্বাচনে বরিশাল বিভাগের তিন পৌর এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তিন পৌরসভায় মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গতকাল রোববার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিভাগের বানারীপাড়া, মুলাদী ও কলাপাড়া পৌরসভায় ভোট হয়। বানারীপাড়া পৌরসভায় দ্বিতীয়বারের মতো মেয়র হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড সুভাষ চন্দ্র শীল। তিনি ৫ হাজার ৪২৭ ভোট ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ জিয়াউল হক মিন্টু। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৯৬৮। অপর মেয়র প্রার্থী বিএনপির মনোনীত মো. রিয়াজ হোসেন পেয়েছেন ২৬৯ ভোট। এছাড়া বানারীপাড়া পৌর সভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছে মো: জাহিদ সরদার, ২নং ওয়ার্ডে মো: মনির হোসেন, ৩নং ওয়ার্ডে মো: জাকির হোসেন মোল্লা, ৪নং ওয়ার্ডে গৌতম সমাদ্দার, ৫ ওয়ার্ডে মো: আকবর হোসেন, ৬ নং ওয়ার্ডে মোঃ সুমন খান, ৭নং ওয়ার্ডে মো: ফিরোজ আলম, ৮নং ওয়ার্ডে মো: জাহিদ হাসান এবং ৯ নং ওয়ার্ডে মো: এমাম হোসেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে ডেইজী বেগম, ২নং ওয়ার্ডে মনিরা আক্তার এবং ৩নং ওয়ার্ডে আলো রাণী বনিক। অপরদিকে মুলাদী পৌরসভায় তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ শফিকুজ্জামান রুবেল। তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭ হাজার ৫৪৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দিদারুল আহসান খান। তার প্রাপ্ত ভোট ২ হাজার ৬৫। তৃতীয় হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাত পাখা প্রতীকের মাওলানা নুরুল ইসলাম। তিনি পেয়েছেন ৯৩৫ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক আল মামুন পেয়েছেন ৪৯২ ভোট। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ নুর আলম এ তথ্য জানিয়েছেন। কলাপাড়ায় মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার। ইভিএম পদ্ধতিতে দেয়া ভোটের ৩ হাজার ৬৫৯ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম। তিনি পেয়েছেন ৩ হাজার ২০৫ ভোট পেয়েছেন। ৪৫৪ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার নির্বাচিত হয়েছেন।