ঝালকাঠি থেকে ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরে বিআরটিসি বাসের শ্রমিকদের সাথে বরিশাল রূপাতলী বাসের শ্রমিকদের হাতাহাতির জেরে ঝালকাঠি থেকে ৮ রূটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। ফলে ঝালকাঠির অসংখ্য যাত্রীরা পড়েছেন বিপাকে।
ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিকরা জানায়, শনিবার সকালে পিরোজপুর ও ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠা-নামাকে কেন্দ্র করে দু’দফায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশাল রুপাতলীর বাস শ্রমিকদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশালের শ্রমিকদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলেও বরিশালের শ্রমিকরা ন্যায্য বিচার পায়নি। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে এই ধর্মঘট ডেকেছে।
ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির সাথে বাসচলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের ফলে অসংখ্যযাত্রীরা বিপাকে পড়েছেন।