ফেরি করে মুরগির বাচ্চা বিক্রি

দেশ জনপদ ডেস্ক | ১৮:১৭, ফেব্রুয়ারি ১৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ শাক, সবজি, মাছ কিংবা হাড়িপাতিল না পটুয়াখালী শহরে এবার ফেরি করে বিক্রি করা হচ্ছে মুরগির বাচ্চা। বক্সে করে মাথায় নিয়ে বিক্রি হচ্ছে ব্রয়লার এবং লেয়ার মুরগির এ বাচ্চাগুলো। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে শহরের কলেজ রোডে ফেরি করে মুরগির বাচ্চা বিক্রি করতে দেখা যায় ইয়া আহম্মেদকে (৩০)। ৩০ বছর বয়সী এই যুবক জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে পটুয়াখালী শহরে এসেছেন মুরগির বাচ্চা বিক্রি করতে। ব্রয়লার মুরগির বাচ্চা ২০ টাকা পিস এবং লেয়ার মুরগির বাচ্চা ১৫ টাকা পিস হিসেবে বিক্রি করছেন। পটুয়াখালী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, 'এই বাচ্চাগুলো নিম্নমানের। সাধারণত যে গ্রোথের হওয়ার কথা এগুলো সেরকম না। লালনপালনের জন্য ভালো মানের হেচারি থেকে বাচ্চা কেনা উচিত’।