রাজাপুরে বিউটি পার্লারসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির রাজাপুরে বিউটি পার্লার সহ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার পুরাতন জেলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোক্তার হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, বিউটি পার্লারের মালিক সদর এলাকার শাহনাজ পারভিন ও সাতুরিয়া এলাকার রেস্টুরেন্ট মালিক আসাদুজ্জামান।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোক্তার হোসেন জানান, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় বৌ রানী বিউটি পার্লারের মালিক শাহনাজ পারভীনকে ৫ হাজার টাকা ও বাসি খাবার বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে হলিফুড কফি এন্ড ফাস্টফুড রেস্টুরেন্ট এর মালিক আসাদুজ্জামানকে ৫ শত টাকা জরিমানা করা হয়।