কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যাপ স্থাপন

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৮, ফেব্রুয়ারি ১১ ২০২১ মিনিট

মোঃ ওমর ফারুক সাবু, নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার বামনা উপজেলার বিভিন্ন হাট-বাজারে টিকা গ্রহণ করতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে ক্যাম্প স্থাপন করে সুরক্ষা অ্যাপে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন করাচ্ছেন আমাদের পাঠশালা নামে একটি স্থানীয় সামাজিক সংগঠন। বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের তত্বাবধনে এবং ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রুরাল নেট এর সহযোগিতায় গত ৯  ফেব্রুয়ারী থেকে সম্পূর্ন বিনামূল্যে এ কার্যক্রম শুরুকরে ওই প্রতিষ্ঠান দুটি। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) উপজেলা সদরের উপজেলা পরিষদ সড়কে প্রেসক্লাবের সামনে সুরক্ষা অ্যাপে ভ্যাকসিন নিবন্ধন করা হয়। এসময় উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাদের কাছ থেকে সুরক্ষা অ্যাপে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন করে তারে কাছ থেকে টিকাকার্ড প্রিন্ট করে হাসপাতালে গিয়ে টিকা গ্রহণ করেন। তাদের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ। টিকা গ্রহনের জন্য নিবন্ধন করতে আসা বামনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন পিন্টু বলেন, আমাদের পাঠশালা ও রুরাল নেট এর আগেও বহুমুখী সামাজিক কর্মকান্ড পরিচালনা করেছেন। তাদের বহু কর্মকান্ডে অত্র অঞ্চলের মানুষ উপকৃত হয়েছে। এবারে তারা সরকারের সফলতা কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্যক্রমে স্ব- প্রনোদিত হয়ে এ অঞ্চলের মানুষকে সচেতন করছে। তারা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ৪০ উর্দ্ধো জনগনকে টিকা গ্রহনে সচেতন করছে। এমনকি তারা বাজারে বাজারে ল্যাপটপ ও প্রিন্টার স্থাপন করে বিনামূল্যে নিবন্ধন করিয়ে টিকাকার্ড প্রিন্ট করে দিচ্ছেন। এটা নি:সন্দেহে মহৎ উদ্যোগ। সংগঠনটির উপদেষ্টা রাজীব হাওলাদার বলেন, আমরা গত তিনদিনে প্রায় শতাধিক লোকের নিবন্ধন করেছি। আমাদের টিম গ্রামে গ্রামে ঘুরে জনগনকে টিকা গ্রহনে উদ্বুদ্ধ করছে। প্রথম দিকে জনগনের মনে টিকা গ্রহনে যে ভয় ছিলো এখন আর নেই। অনেকই এখন স্বেচ্ছায় হাসপাতালে বা আমাদের কাছে গিয়ে নিবন্ধিত হচ্ছেন। আর আমাদের এ সকল কর্মকান্ড সামাজিক দায়বদ্ধতার কারনে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে পরিচালনা করি। বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুজ্জামান আমাদের সময় কে বলেন, আমাদের পাঠশালা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সুরক্ষা অ্যাপে জনগনকে ভ্যাকসিন গ্রহনে নিবন্ধন করানোর কারনে আমাদের হাসপাতালে নতুন নিবন্ধন এর চাপ কিছুটা কম দেখা যাচ্ছে। অনেকেই তাদের কাছথেকে টিকাকার্ড প্রিন্ট করে নিয়ে আসছেন। এটা খুবই মহৎ উদ্যোগ। আমরা আমাদের সার্ভারে এন্ট্রি চেক করে তাদেরকে টিকা প্রদান করছি। বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার বলেন, এ অঞ্চলের সাধারণ মানুষ অ্যাপ ব্যবহারে পারদর্শী নয়। অনেকেরই স্মার্ট ফোন বা ল্যাপটপ নেই। তাই আমাদের পাঠশালা নামে সংগঠনটির কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন এর উদ্যোগ প্রশংসনীয়।