অস্ত্র মামলায় দুই ডাকাতের যাবজ্জীবন

দেশ জনপদ ডেস্ক | ১৯:১২, ফেব্রুয়ারি ১০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটকের ঘটনায় দায়ের করা মামলায় জাকির হোসেন জুয়েল ও ওয়াসিম মোল্লা নোমে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন জুয়েল কাউনিয়া থানা এলাকার মুকুন্দপট্টি এলাকার মৃত স্বরুপ আলী হাওলাদারের ছেলে ও ওয়াসিম মোল্লা ঝালকাঠী কেস্তাকাঠী এলাকার হাতেম মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় ওয়াসিম মোল্লা উপস্থিত থাকলেও জাকির হোসেন অনুপস্থিত ছিলেন। বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, ২০১৬ সালের ২ অক্টোবর কাউনিয়া থানা এলাকার সাপানিয়ায় রফিকুল ইসলাম বাবুলের বাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালাতে চেষ্টা করে। এসময় জাকির হোসেন জুয়েল ও ওয়াসিম মোল্লাকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এসআই দেলোয়ার হোসেন। একই বছরের ৩০ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর জসিম উদ্দিন মামলার চার্জশিট জমা দেন। আদালত ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।