ভোলায় বাল্যবিয়ে নিয়ে এ্যাডভোকেসি সভা
নিজস্ব প্রতিবেদক॥ 'বাল্যবিয়ের কারণ, প্রভাব ও প্রতিরোধের উপায়' নিয়ে ভোলার চরফ্যাশন উপজেলায় ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ্যাডভোকেসি সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট।
এ্যাডভোকেসি সভায় কোস্ট ট্রাস্ট কর্তৃক পরিচালিত গবেষণার তথ্যসমূহ উপস্থাপন করেন গবেষক ইকবাল উদ্দিন। গবেষণায় মেয়েদের নিরাপত্তাহীনতাকে বাল্যবিয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।
আজ সকাল ৯ টায় চরফ্যাশন অফিসার্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলার মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন আখন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।
এছাড়াও, উপজেলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম মিলি, কোস্ট ট্রাস্টের ভোলা জেলার সহকারী পরিচালক রাশেদা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মামুন হোসেন। অনষ্ঠানে বক্তারা বলেন, 'এলাকার সকল কাজী ও ইমামদের সচেতনতাই বাল্যবিয়ে বন্ধ হতে পারে। কাজীরদের একাধিক বিবাহের রেজিস্ট্রার ব্যবহার বন্ধ করতে হবে'।