নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের সামগ্রিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় স্থানীয় বিশিষ্টজনদের নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর খেয়ালী মিলনায়তনে বিশিষ্টজনদের এক সভায় ‘বরিশালের সামগ্রিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা’ নামে একটি কমিটি গঠিত হয়।
শিক্ষাবিদ অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, অ্যাডভোকেট এ কে আজাদ, অধ্যাপক নজরুল হক নিলু, কাজী এনায়েত হোসেন শিবলু, মিজানুর রহমান, শুভঙ্কর চক্রবর্তী ও উন্নয়ন সংগঠক জাহিদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় অধ্যাপক গাজী জাহিদ হোসেনকে আহ্বায়ক এবং কাজী এনায়েত হোসেন শিবলুকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিস্ট ‘বরিশালের সামগ্রিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা’ কমিটি গঠন করা হয়।
সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু জানান, বরিশাল নগরীতে তেমন উন্নয়ন নেই। বরাদ্দ স্বল্পতার কারনে উন্নয়না ও পরিকল্পনায় সিমাবদ্ধতা থাকে। এজন্য নাগরিক চাপ বাড়ানো দরকার। উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় নাগরিক চাপ সৃস্টির লক্ষ্যে নগরীর বিশিষ্টজনদের নিয়ে এই কমিটি গঠিত হয়েছে।