বাংলাদেশ-পাকিস্তান শেষ ম্যাচ পরিত্যক্ত

কামরুন নাহার | ০২:০০, জানুয়ারি ২৮ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে তিন ম্যাচের দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান। বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টসও করা হয়নি। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ২২ জানুয়ারি পাকিস্তানে পৌঁছে বাংলাদেশ দল। সিরিজের ২৪ ও ২৫ জানুয়ারি দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের মুখে পড়ে বাংলাদেশ। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেই হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেলো মাহমুদউল্লাহরা।আগামী ৭-১১ ফেব্রুয়ারি টেস্ট খেলতে আবারও পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। এই সিরিজ জিতে টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে এক নম্বর অবস্থান ধরে রাখলো পাকিস্তান।