বরিশালের তিন অভিজাত রেস্তোরাঁয় ২০ হাজার টাকা জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ১৯:১০, ফেব্রুয়ারি ০৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকায় তিনটি অভিযান হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেছে বরিশাল জেলা প্রশাসন। এসময় ওই তিনটি হোটেল-রেস্তোরাঁকে ২০ হাজার টাকা করিমানা করেন তারা। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তোগীর এর ভ্রাম্যমাণ আদালত জরিমানার পাশাপাশি তাৎক্ষণিকভাবে তা আদায় করেছেন। জরিমানা দেয়া তিনটি প্রতিষ্ঠানের মধ্যে গির্জা মহল্লার হোটেল ওয়াজেদিয়াকে ৫ হাজার টাকা, পার্শ্ববর্তী হোটেল আল জামিয়াকে পাঁচ হাজার টাকা এবং হোটেল ঘরোয়াকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশসহ নিরাপদ খাদ্য আইনে ওই তিনটি হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে পৃথকভাবে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে মোবাইল কোর্ট সূত্র। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউসন করেন বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য পরিদর্শক) সৈয়দ এনামুল হক।