৭৭ ইউপিতে প্রার্থী দিলেন চরমোনাই পীর

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৮, ফেব্রুয়ারি ০৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল জেলার ৭৭ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের পক্ষে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছেন চরমোনাই পীর। সোমবার রাতে বরিশাল নগরীর এমসি অডিটোরিয়ামে জেলা ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা শেষে দলের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হাতপাখা প্রতীকের ব্যাচ পরিয়ে দেন। এ সময় চরমোনাই পীর বলেন, দেশের রাজনীতি ভয়াবহ আকার ধারণ করেছে। সরকার একচ্ছত্র ক্ষমতার মাধ্যমে নির্বাচন কমিশনকে ব্যবহার করে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ইসলামী আন্দোলনের প্রার্থী-সমর্থকরা দেশের সাধারণ জনগণকে ইসলামের সঠিক দাওয়াত দিয়ে হাতপাখার পক্ষে গণজোয়ার তৈরি করবে। কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়েরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। ইসলামী আন্দোলনের বরিশালের মুখপাত্র আরমান হোসেন রিয়াদ জানান, বরিশাল জেলার ৯ উপজেলার ৭৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সবগুলোতে চেয়ারম্যান প্রার্থী দিয়েছেন চরমোনাই পীর। বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়নের প্রার্থী ঘোষণা দেবে মহানগর ইসলামী আন্দোলন।