পাথরঘাটায় তক্ষকসহ পাচারকারী আটক

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৭, ফেব্রুয়ারি ০৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার পাথরঘাটায় একটি তক্ষকসহ রঞ্জন বারিক (৪৫) নামের এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। আটক পাচারকারী চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের নকুলেশ্বর বারিকের ছেলে রঞ্জন বারিক (৪৫)। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মুন্সিরহাট এলাকা থেকে তক্ষক পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তক্ষকসহ রঞ্জন বারিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।