১০০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৪, ফেব্রুয়ারি ০৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- হেমন্ত দাস ও রাকিব ব্যাপারী। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। সোমবার রাত ৮ টা ২৫ মিনিটের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার দক্ষিণ বেগুনবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।