বরগুনায় তৃতীয় দিনে টিকা নিলেন ৫৬৩ জন

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৩, ফেব্রুয়ারি ০৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরগুনায় তৃতীয় দিনে এসে আজ মঙ্গলবার করোনাভাইরাসের টিকা নিয়েছেন জেলা সিভিল সার্জনসহ মোট ৫৩৬ জন। এর মধ্যে বরগুনা সদরের ২৭০ জন, আমতলীর ৬৬ জন, বামনার ৬০ জন, বেতাগীর ৭০ জন এবং পাথরঘাটার ১০০ জন নাগরিক করোনার টিকা গ্রহণ করেছেন। আজ বিকাল ৫টা পর্যন্ত সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, করোনার টিকা নেওয়ার জন্য এ পর্যন্ত ১ হাজার ৯০২ জন মানুষ অনলাইনে আবেদন করেছেন। এর মধ্যে বরগুনা সদর ৮৭৯, আমতলি ২৪৬, বামনা ১৮৩, পাথরঘাটা ৩৩৭, বেতাগী ২১৬, তালতলী ৪১ জন।