সেই মিথ্যা মামলা তুলে নিলেন সাবেক কাউন্সিলর রূপা

দেশ জনপদ ডেস্ক | ১১:১২, ফেব্রুয়ারি ০৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশালে ব্যবসায়ী আবু তাজিন মোল্লার বিরুদ্ধে পর্ণোগ্রাফী আইনে দায়েরকৃত মিথ্যা মামলা তুলে নিয়েছেন মামলার বাদী সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ইসরাত আমান রূপা। মামলা তুলে নিতে আদালতে দেওয়া আবেদনপত্রের কপি গণমাধ্যমের হাতে এসেছে। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বাদী ও বিবাদীর মাঝে ভুল বোঝাবুঝির সূত্র ধরে এই মামলা দায়ের হয়েছিলো। পরবর্তীতে দুই পক্ষের আত্মীয়-স্বজন ও স্থানীয়ভাবে আপোষ-মিমাংসা হয়েছে। তাদের মধ্যে আর কোনো বিরোধ নেই। যে কারণে বাদী আর মামলা চলমান রাখার প্রয়োজনীয়তা বোধ করছেন না। তাই মামলা না চালানোর প্রার্থনা করেছেন। বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদী ইসরাত আমান রূপা এ আবেদন করেন। তবে বিষয়টি নিশ্চিত হতে রূপার মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এদিকে তাজিন মোল্লা বলেন আমি রুপার বিরুদ্ধে মানহানি মামলা করতাম তবে পারিবারিক ভাবে সিদ্ধান্ত নেয়ায় আমি মামলা থেকে বিরত আছি।