সরকারি বালিকা বিদ্যালয়ে ৯৭ তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কামরুন নাহার | ০১:৩৬, জানুয়ারি ২৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৯৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে স্কুল ক্যাম্পাসে এ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এই স্লোগান নিয়ে গতকাল সকাল ৯টায় প্রতিযোগিতা শুরু হয়। এসময় জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন এবং পরবর্তীতে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, জেলা স্কুলের প্রধান শিক্ষক বিশ^নাথ দাস ও সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাবেয়া খাতুন। এছাড়াও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শুধু জিপিএ’র কথা না ভেবে সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। এদিকে আলোচনা পর্ব শেষে বিদ্যালয় মাঠে বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা।গৌরনদীতে অপহরনের