নিজস্ব প্রতিবেদক ॥ যুবতীকে ধর্ষণ চেষ্টার অপরাধে উজিরপুরের রিয়াজ মিয়াকে ৫ বছরের কারাদন্ড সহ ৫ হাজার টাকা জরিমানা অনদায়ে আরো ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল ২ ফেব্র“য়ারী মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত রিয়াজ উপজেলার মধ্য ধামুরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় বাচ্চু ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিল। বেঞ্চ সহকারি আজিবর রহমান জানান, ২০১১ সালের ২৭ মার্চ একই এলাকার ওই যুবতীকে তার বসত ঘরের বারান্দায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে রিয়াজ মিয়া। এঘটনায় উজিরপুর মডেল থানায় ওই যুবতী মামলা দায়ের করেন। একই বছর ৩০ সেপ্টেম্বর তদন্তকারি কর্মকর্তা এসআই শামীম শেখ মামলার চার্জশীট জমা দেন। রাষ্ট্রপক্ষ ৬ জনের স্বাক্ষ্য প্রদানে সক্ষম হয়।
সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত ওই রায় ঘোষণা করেন। রায়ের সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।