বিআরটিসির ডিপো ম্যানেজারসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের

কামরুন নাহার | ০১:২৬, জানুয়ারি ২৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বিআরটিসি বাসের বরিশালের ডিপো ম্যানেজার (অপারেশন) জামিল হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। গতকাল সোমবার সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা করা হয়। বিচারক মো. রফিকুল ইসলাম মামলার গ্রহন শুনানীর জন্য দিন ধার্য করেছেন। মামলার বাদী হলো- নগরীর কাশিপুর এলাকার বাস যাত্রী সিদ্দিক হাওলাদার। বিবাদী অপর দুই জন হলো- ডিপোর কন্ট্রাক্টর জহিরুল ইসলাম ও ম্যানেজার মফিজ। বরিশাল-কাওড়াকান্দি রুটের বিআরটিসির বাস থেকে আয়ের ও কর্মচারীদের বেতনের টাকা আত্মসাত করার অভিযোগে মামলা করা হয়েছে। আইনজীবী আতিকুল ইসলাম রফিক জানায়, ডিপো ম্যানেজার ২০১৮ সালের ১৪ ডিসেম্বর থেকে প্রতিদিন বরিশাল কাওড়াকান্দি রুটে ১০টি বাস পরিচালনা করে। ওই রুটের ভাড়া ৩০০ টাকা করে নির্ধারন করা থাকলেও ডিপো ম্যানেজার টিকিট প্রতি যাত্রীদের কাছ থেকে ৪০০ টাকা করে আদায় করেন। এক ট্রিপে বাসে আয় হয় ৩১ হাজার ৬৫০ টাকা। কিন্তু ডিপো ম্যানেজার জামিল হোসেন প্রতি বাসে টিকিট বিক্রি ১১ হাজার ৩০০ টাকা দেখিয়ে বাকী ২০ হাজার ৩৫০ টাকা আত্মসাত করে। এভাবে একদিনে ১০টি বাস থেকে জামিল হোসেন সরকারের ১ লাখ ৮০ হাজার ৩৫০ টাকা আত্মসাত করে। এছাড়া একই বছর ৮ জুন বরিশাল থেকে কাওড়াকান্দি রুটে যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করা হয় ১২ হাজার টাকা এবং কাওড়াকান্দি থেকে বরিশাল ফিরতি রুটে আয় হয় ১৪ হাজার ৭০০ টাকা। যা সর্ব মোট ২৬ হাজার ৭০০ টাকা। কিন্তু জামিল হোসেন সেখানে আয় ৮ হাজার টাকা দেখিয়ে বাকী ১৮ হাজার ৭০০ টাকা আত্মসাত করেন। একই সাথে বাকী ৯টি বাস থেকে আয়ের ১ লাখ ৬২ হাজার টাকা আত্মসাত করে আসছেন। এছাড়া ২০১৮ সালের মে, আগষ্ট ও সেপ্টেম্বর মাসে কন্ট্রাক্টর জহিরুল ইসলাম কর্মস্থলে অনুপস্থিত থেকে পরস্পর যোগসাজসে ৩ মাসের বেতন ৭৫ হাজার টাকা হাজিরা খাতায় স্বাক্ষর না করে উত্তোলন করে। বিআরটিসি ডিপোতে কর্মচারী রয়েছে ১৭০ জন। কর্মচারীদের বেতন গড়ে ২৬ হাজার টাকা। ওই কর্মচারীদের ১১ মাসের বেতন বকেয়া রাখেন। পরে বকেয়া বেতনের ৪৮ লাখ ৬২ হাজার উত্তোলন করে জামিল হোসেন আত্মসাত করেন। এঘটনায় সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে কোন ফলাফল না পেয়ে গতকাল আদালতে মামলাটি দায়ের করেন যাত্রী সিদ্দিক হাওলাদার।