তালতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার তালতলী উপজেলার বাদুরগাছা গ্রামের এনামুল হক কবিরাজের সাড়ে তিন বছরের শিশুপুত্র আব্দুল্লাহ পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে।
জানাগেছে, উপজেলার বাদুর গাছা গ্রামের এনামুল হক কবিরাজের সাড়ে তিন বছরের শিশু পুত্র আব্দুল্লাহ বাড়ীর সকলের অজান্তে ঘরের পিছনে পুকুরে পড়ে যায়।
শিশু আব্দুল্লাহকে না পেয়ে স্বজনরা খুঁজতে থাকে। ঘন্টাখানেক পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে স্বজনরা উদ্ধার করে।
তাৎক্ষনিক তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ এমদাদুল হক চৌধুরী শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
শিশুর চাচা মো. বাবুল কবিরাজ বলেন, বাড়ীর সকলের অগোচরে শিশু আব্দুল্লাহ পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. এমদাদুল হক চৌধুরী বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।