দক্ষিণ আইচায় নারিকেল গাছ থেকে মেছো বাঘ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক॥ভোলা জেলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চর আইচা ৯ নং ওয়ানডে রফিকুল ইসলাম মাষ্টারের বাড়ীর নারিকেল গাছে থেকে বিরল প্রজাতির একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি ) সকালে কুকুরের তারা করার সময় স্থানীয় লোক জন দেখতে পান বাঘটি।এই সময় বাঘটিকে দেখার জন্য শত শত উৎসুক জনতা করিম পাড়া এলাকায় ভিড় জমায় ।
খবর শুনে চরমানিকা ইউনিয়নের বন বিভাগের কর্মকর্তারা এসে উদ্ধার করেন। বিট কর্মকর্তা বলেন বনের প্রাণী বনেই থাকবে। প্রাণীটি আঘাত পেয়েছে কিনা সেটা পরীক্ষা করে চিকিৎসা দিয়ে অভয়ারন্যতে ছেড়ে দেওয়া হবে।