বাউফলে ইএফটি ফরম পূরণের নামে শিক্ষকদের কাছ থেকে টাকা আদায়

দেশ জনপদ ডেস্ক | ২২:১৩, জানুয়ারি ৩১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফলে ২৩৯টি সরকারী প্রাইমারী স্কুলের ১৩৫০ জন শিক্ষকের কাছ থেকে অনলাইনে বেতন পাওয়ার ফরম পূরণের নামে ২শ’ টাকা করে নেয়া হচ্ছে। উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে এ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ফরম অনলাইনের দোকান থেকে পূরণ করলে খরচ হত মাত্র ২০ টাকা। এ নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোসের সৃষ্টি হয়েছে। সূত্রে জানা গেছে, সরকার প্রাইমারী স্কুলের শিক্ষকদের অনলাইনে বেতন নির্ধারণের জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) চালু করা নির্দেশ দেন। সে অনুযায়ী শিক্ষকরা নিজে বাসায় বসে অথবা যে কোন অনলাইনের দোকান গিয়ে তাদের তথ্য পূরণ করতে পারেন। দোকানে ফরম পূরণ করলে এ বাবাদ সবোর্চ্চ ২০ টাকা টাকা খরচ হতে পারে। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশে একটি নির্দিষ্ট জায়গা থেকে শিক্ষকদের ইএফটি ফরম পূরণ করতে বাধ্য করছেন এবং তাদের কাছ থেকে ২শ’ টাকা করে নেয়া হচ্ছে। হিসেব অনুযায়ী ১ হাজার ৩শ’ ৫০ জন শিক্ষকের কাছ থেকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা আদায় করা হবে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক অভিযোগ করেন, ‘উপজেলা শিক্ষা অফিসার নিজে লাভবান হতে ইএফটি ফরম পূরণের নামে তাদের কাছ থেকে ২শ’ টাকা করে নিচ্ছেন। তার পছন্দের লোক দিয়েই এ ফরম পূরণ করতে তারা বাধ্য হচ্ছেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক বলেন, ‘শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে এএফটি বাবদ ২শ’ টাকা করে নির্ধারণ করা হচ্ছে। যারা এই ফরম পূরণের কাজ করছেন তাদের পারিশ্রমিক দেয়ার পর হাতে তেমন কোনো টাকা থাকবে না।