চরফ্যাশনে বাল্য বিয়ের অপরাধে বরসহ ৩ জনের কারাদণ্ড

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৯, জানুয়ারি ৩১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ভোলার চরফ্যাসনে বাল্য বিয়ের অপরাধে বর,বরের বাবা ও কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্টেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রিপন বিশ্বাস। রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন,বরের বাড়ীতে বউ ভাতের আয়োজন চলছিল। সেখান থেকে বর মোঃ সোহেল(২৯) কনে এস এসসি পরীক্ষার্থী(১৬) বরের বাবা আবু তাহের ও কনের বাবা নুরুজ্জামান সহ প্রত্যেককে ৬ মাস করে দণ্ডাদেশ প্রদান করেন। কনের বাড়ী ভোলা জেলার লালমোহন উপজেলার অন্নদা প্রসাদ গ্রামে। বর সোহেলের বাড়ী চরফ্যাসন উপজেলার ওসমানগঞ্জের উত্তর ফ্যাসন গ্রামে। জানা গেছে, তিন দিন আগে লালমোহন উপজেলার অন্নদা প্রসাদ গ্রামের নুরুজ্জামান এর এস এস সি পড়ুয়া মেয়ের সাথে চরফ্যাসনের ওসমানগঞ্জের উত্তর ফ্যাসন গ্রামের আবু তাহের এর ছেলে সোহেলের সাথে বিয়ে সম্পন্ন হয়। কনের বয়স কম থাকায় চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপন বিশ্বাস উভয় পক্ষের ৩ জন কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন বর সোহেল, বরের বাবা আবু তাহের ও কনের বাবা নুরুজ্জামান।