মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৬, জানুয়ারি ৩১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) মার্কার প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান বিপুল ভোটে জয়ী হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) সহকারি রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বিশয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান ১০১৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত (হাতপাখা) মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন ২৪৪১ ভোট এবং বিএনপি মনোনীত (ধানের শীষ) মার্কার প্রার্থী জিয়াউদ্দিন সুজন পান ২৪২৮ ভোট।