বরিশালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সম্মেলন
দেশ জনপদ ডেস্ক|১৮:৪৭, জানুয়ারি ৩১ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার টাউন হলের সামনে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন।
জেলা বাসদের আহবায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক নেতা দুলাল মল্লিক, নূরুল হক, আবু তাহের মৃধা, কামাল হোসেন, কাজল কুমার দাসসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা অবিলম্বে সোনারগাঁও টেক্সটাইল চালু, ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স প্রদান, দেশী কোম্পানি বাপেক্সকে দিয়ে ভোলার গ্যাস উত্তোলন করে বরিশাল বিভাগে গ্যাসভিত্তিক কারখানার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, পাটকল-চিনিকলসহ সকল রাষ্ট্রায়ত্ব কারখানা আধুনিকীকরণের দাবি জানান।
সম্মেলনের শেষ পর্বে ইমরান হাবিব রুমনকে সভাপতি, মানিক হাওলাদারকে সাধারণ সম্পাদক এবং নূরুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কমিটি গঠন করা হয়। সম্মেলন শেষে একটি লাল পতাকা মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।