বাউফলে রাতে গোপনীয়ভাবে তৃতীয় শ্রেণীর ছাত্রীর বিয়ে

দেশ জনপদ ডেস্ক | ১৯:৫৭, জানুয়ারি ৩০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥বাউফলের গভীর রাতে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর বিয়ে হয়ছে। গত শুক্রবার এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিক মোল্লার মেয়ে রাহিমা বেগম স্থানীয় চর মিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে অধ্যায়ন করছে। শুক্রবার গভীর রাতে হাবিব চৌকিদারের নেতৃত্বে কয়েকজন মিলে চর ওয়াডেলের একটি বাড়িতে নাজিরপুর ইউনিয়নের হয়জেল হাওলাদারের ছেলে মো. রাসেল হাওলাদারের (৩৫) সাথে ওই ছাত্রির বিয়ের কলমা পড়িয়ে দেয় এবং বরকে ছাত্রির বাড়িতে নিয়ে যাওয়া হয়। গতকাল শনিবার ওই বিয়ের ঘটনা ফাঁস হওয়ার পর থেকে ছাত্রির বাবা সিদ্দিক মোল্লা এবং হাবিব চৌকিদারের ফোন পাওয়া যায়। সিদ্দিক মোল্লার মেয়ে রাহিমা বেগম চর মিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রি বলে প্রধান শিক্ষক মো. সোলায়মান এ প্রতিনিধির কাছে স্বীকার করে বলেন, বিয়ের খবর তার জানা নেই। এরপর থেকে ওই প্রধান শিক্ষকও ফোন বন্ধ করে রাখেন। ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাহাবুদ্দিন জানান, বিয়ের খবরটি গতকাল সকালে জানতে পারি। বিয়ের বিষয়টি অত্যন্ত গোপণভাবে হওয়ায় কলেমা পড়ানো ব্যাক্তির নামটি এখনো জানতে পারিনি। চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লা জানান, বিষয়টি সম্পর্কে একটু আগে জেনেছি। সংশ্লিষ্ট সকলেরই ফোন বন্ধ পাচ্ছি। বিস্তারিত জানতে ছাত্রির বাড়িতে লোক পাঠানো হচ্ছে। বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, এধরণের ঘটনা চেয়ারম্যান এবং মেম্বর উদ্যোগ নিয়ে বন্ধ করার কথা। যেহেতু তারাও জানেন না আমি দেখছি।