চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ, পাঁচদিনেও সন্ধান মেলেনি

দেশ জনপদ ডেস্ক | ১৬:৩৩, জানুয়ারি ৩০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ভোলার চরফ্যাশন উপজেলায় পাঁচদিন আগে নিখোঁজ হয়েছে মারিয়া আকতার ঈশা মনি নামে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী। গত সোমবার থেকে নিখোঁজ হলেও এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি। নিখোঁজ ঈশা মনি উপজেলার আবদুল্লাহপুর শিবা চৌমহনি সংলগ্ন আবুবকরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রবাসী মো. তাইফুর রহমান বাচ্ছুর ছোট মেয়ে। জানা যায়, সোমবার সকাল ১০টায় নবম শ্রেণির বই আনার উদ্দেশ্যে আবুবকরপুর ফাজিল মাদ্রাসায় যায় ঈশা। এরপর সেখান থেকে বাসায় ফেরেনি সে। ঈশা মনির মা ইশরাত জাহান নিপা বলেন, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ ছিল। কেউ ষড়যন্ত্র করে এমন ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এলাকার সব জায়গায় খোঁজ নেয়া হয়েছে। কিন্তু পাঁচদিন পরেও ঈশাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা সংস্থার কাছে পরিবারের আবেদন, তারা যেন দ্রুত ঈশা মনিকে খুঁজে পেতে ব্যবস্থা নেন। এ ব্যাপারে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, নিখোঁজ ঈশা মনির পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধানে চেষ্টা চালাচ্ছে পুলিশ।