বাউফলে মটর চালক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশ জনপদ ডেস্ক | ০০:১৯, জানুয়ারি ২৯ ২০২১ মিনিট

মোঃদুলাল হোসাইন,নিজস্ব প্রতিবেদক।।পটুয়াখালীর বাউফলে বর্নাঢ্য র‌্যালি, কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।   আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর শহর থেকে দুই হাজারের অধিক মটর চালকলীগ, আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে সমবেত হয় এবং বাউফল পৌর শহরে বর্নাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ বাউফল উপজেলা শাখার সভাপতি জলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মটর চালক লীগের সহসভাপতি রহিম পালোয়ান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ১০ নং কালাইয়া ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা , স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনায়েত খান ছানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ শিকদার, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি নিয়াজ মোর্শেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।