ভোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৪, জানুয়ারি ২৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদ॥ ভোলায় ৬৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ গ্রাম গাঁজাসহ মহিউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা কোস্ট গার্ডের দক্ষিণ জোনের সদস্যরা। বুধবার বিকেলে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের পাকিস্তান বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত মহিউদ্দিন ওই এলাকার মমতাজ মাঝির ছেলে। বুধবার বিকেলে মহিউদ্দিনকে উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজাসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।