বরিশালে ৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

দেশ জনপদ ডেস্ক | ১৮:০৮, জানুয়ারি ২৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদ॥  অতিরিক্ত ফি প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পলিটেকনিক শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মো. শাবাব, আবু নাঈম, তানভীর হোসেন ও রকিবুল মারুফ সহ অন্যান্যরা।