বরিশালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকের কারাদণ্ড

দেশ জনপদ ডেস্ক | ২১:২৮, জানুয়ারি ২৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদ॥ বরিশালের রায়পাশা-কড়াপুর শাখা গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা পৃথক ১৪টি মামলায় তৎকালীন শাখা ব্যবস্থাপক দেলোয়ার হাসানকে বিভিন্ন মেয়াদে মোট ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৪৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এসব মামলায় তৎকালীন শাখা কর্মকর্তা শাহ আলমকে ২৭ বছর কারাদন্ড ও ২৭ লাখ টাকা জমিানা এবং ইব্রাহিম খলিলকে ৩ বছর কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর আসামী রতন প্রভা হালদার, মনিরুল ইসলাম, কামরুন্নাহার, মনিরুজ্জামান, রিপন মিয়া ও ওমর ফারুক সহ মোট ৬জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মহসিনুল হক গত মঙ্গলবার এই দন্ডপ্রাপ্ত ৩ আসামীর অনুপস্থিতিতে এবং খালাসপ্রাপ্ত ৬ জনের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।