স্মার্টফোন কিনতে ঋণ পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৪, জানুয়ারি ২৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদ॥ স্মার্টফোন কিনতে ঋণ সুবিধা পেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বুধবার দুপুরে তিন শিক্ষার্থীকে ঋণ প্রদানের মাধমে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় বক্তৃতায় তিনি বলেন, প্রতিকূল অবস্থার মধ্যেও সরকার কারোনা মোকাবেলাসহ দেশের সকল খাতকে সচল রাখতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। যে কারণে করোনা মোকাবেলায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে। করোনা মহামারির দুঃসময়ে বিভিন্নভাবে শিক্ষার্থীদের পাশে থাকায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বুধবার ৩ শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়েছে। আরও ৩১৯ শিক্ষার্থীকে তাদের ব্যাংক হিসাব নম্বরে ঋণের টাকা পাঠানো হবে। অনলাইন শিক্ষায় অংশগ্রহণ করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৭০ জন শিক্ষার্থী ঋণের আবেদন করে। পরবর্তীতে ৩৩১ জন শিক্ষার্থী ঋণ গ্রহণের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। চুড়ান্ত যাচাই বাছাই শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩২২ জন শিক্ষার্থীর ঋণ মঞ্জুর করেছে।