ভোলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ বেদে নারী আটক

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৪, জানুয়ারি ২৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদ॥ ভোলা সদর উপজেলার রতনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে ৩০০ পিচ ইয়াবাসহ এক বেদে নারী ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার দুপুরে তাকে আটকের পর বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক বেদে নারী হাওয়া বিবি (৩৫) মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গোয়ালী মান্ডা গ্রামের সাইফুল মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি শহিদুল ইসলাম।