গৌরনদীতে পুত্রবধূর হামলায় শ্বশুর-শাশুড়ি আহত

দেশ জনপদ ডেস্ক | ১৯:৫৬, জানুয়ারি ২৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদ॥ বরিশালের গৌরনদী উপজেলায় শ্বশুর-শাশুড়িকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বার্থি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত শাশুড়ি আলেয়া বেগমকে (৬৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত শ্বশুর নূর মোহাম্মদ বেপারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নূর মোহাম্মদ বেপারী জানান, তার মেজ ছেলে মালয়েশিয়া প্রবাসী মকবুল বেপারীর স্ত্রী লাকি বেগম তাকে ও তার স্ত্রীকে অবরুদ্ধ করে রাখার জন্য বাড়িতে প্রবেশের পথে বাঁশ দিয়ে বেড়া দেয়। এর প্রতিবাদ করায় লাকি বেগম ও তার স্বজনরা মঙ্গলবার সকালে হামলা চালিয়ে তাদের দুজনকে পিটিয়ে আহত করেছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, হামলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।