মঠবাড়িয়ায় অস্ত্র মামলায় পালাতক আসামি স্বপন আটক

দেশ জনপদ ডেস্ক | ১৮:১১, জানুয়ারি ২৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় অস্ত্র মামলায় পালাতক আসামি স্বপন হোসেন (২৮) কে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। সোমবার (২৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার দাউদখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। স্বপন উপজেলার দাউদখালী ইউনিয়নের দেলোয়ার হোসেন কারিকরের ছেলে। পুলিশ জানায়, ২০১৭ সালে পার্শ্ববর্তী ঝালকাঠী সদর থানায় পুলিশের দায়ের করা (জি আর ৮৫/১৭) অস্ত্র মামলায় স্বপন দীর্ঘ দিন পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার দাউদখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, আটককৃত অস্ত্র মামলার পালাতক আসামি স্বপনকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’