নারী দুঃস্থ প্রতিবন্ধী ও এতিম শিশুদের মাঝে ঈদের আনন্দ

দেশ জনপদ ডেস্ক | ১৮:০৫, জানুয়ারি ২৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদ॥ বরগুনার বেতাগীতে প্রতিবন্ধী , অসহায় নারী, শিশু, গরীব দুস্থ. এতীম, ছিন্নমুল মানুষ ও মসজিদের ইমামদের শীতবস্ত্র,হাত পাওয়ায় তাদের মাঝে ঈদের আনন্দ বইছে। কিসমত করুনা গ্রামের প্রতিবন্ধী মুনা আক্তার বলেন,‘প্রচন্ড শীতে কোষ্ট পাইতাম, শুনছি অনেকেই অনেক কিছু দেয় কিন্ত এ্যাহণ সত্যিইকারেই কম্বল আতে পাইয়া হ্যা ভুইললাগেছি।’ শুধু এরাই নয়, একই গ্রামের বিধবা বেবী, মায়া রাণী, দিন মজুর হানিফা, আব্দুর রহমান এবং বটতলার কাঠ মিস্ত্রী রনজিৎ, ঝিল বুনিয়া গ্রামের মো: দুলাল শীত বস্ত্র কম্বল হাতে পেয়ে সবাই খুশী। তাদের মাছে বইছে উচ্ছাস এবং ঈদের ন্যায় আনন্দে আত্মহারা। জানা গেছে, মঙ্গলবার (২৬ জানুয়ারী) দুপুরে সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সম্মুখে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়িতে একান্ত প্রচেষ্টায় এ কম্বল বিতরণ করা হয়। বেতাগী প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, সাংবাদিক মো. সুজনসহ স্থানীয় গন্যমাণ্যরা উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।