৪৩ মামলা নিয়ে নির্বাচনী মাঠে ২১ কাউন্সিলর প্রার্থী
নিজস্ব প্রতিবেদ॥ ৪৩ মামলার বোঝা নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ঝালকাঠির নলছিটি পৌরসভার ২১ কাউন্সিলর প্রার্থী। এ পৌরসভার নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে দুইজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে ও দুই জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা বিচারাধীন রয়েছে।
হলফনামা বিশ্লেষণে জানা গেছে, পৌর নির্বাচনের অংশ নেয়া ৪০ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৩৬ জনই ব্যবসায়ী। কয়েকজন তাদের ব্যবসার ধরণ উল্লেখ করলেও বেশিরভাগই দায়সারাভাবে পেশার নাম লিখেছেন ব্যবসা। এছাড়া একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, একজন কৃষক ও দুইজন সাংবাদিকতার সাথে যুক্ত।
প্রার্থীদের ২১ জনের নামে রয়েছে ৪৩ মামলা। এরমধ্যে ১৬ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন নয়জন। এদের মধ্যে পাঁচ জনের নামে রয়েছে একাধিক মামলা। চারজনের নামে বর্তমানে কোন মামলা নেই। ৪০ প্রার্থীর মধ্যে ১৯ জনের নামে কোন মামলা নেই। সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মাত্র ৬ জন উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। ৬ জন উচ্চ মাধ্যমিক পাস, ৮ জন এসএসসি পাস, ৮ জন স্বশিক্ষিত ও দুইজন অক্ষরজ্ঞান সম্পন্ন। ১০ জন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসে পড়েছেন। নির্বাচনে ৪০ প্রার্থীর মধ্যে এরআগে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৪ জন। এরমধ্যে ৯ জনই বর্তমান পরিষদে কাউন্সিলর রয়েছেন।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ ২১ প্রার্থীর নামে মামলা থাকার সত্যতা নিশ্চিত করে জানান, সব প্রার্থী বর্তমানে জামিনে রয়েছেন। বিধিমতে এ পরিস্থিতিতে তাদের নির্বাচনে অংশ নিতে কোন বাধা নেই।