পুলিশ চেকপোস্টের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন
কামরুন নাহার|১৬:১৩, জানুয়ারি ২৬ ২০২০ মিনিট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাভার্ডভ্যানের হেলপার সাগর (৩০) নিহত হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাতে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকার পুলিশ চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে। রোববার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
নিহত কাভার্ডভ্যানের হেলপার সাগর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছবিরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে মালবাহী একটি কাভার্ডভ্যান শনিবার রাতে নরসিংদী যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় পুলিশ চেকপোস্ট দেখে চালক-হেলপার প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এ সময় ছিনতাইকারীরা প্রথমে হেলপার সাগরকে ছুরিকাঘাত করে। এতে বাধা দিলে চালককেও ছুরিকাঘাত করা হয়। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এরই মধ্যে ঘটনাস্থলেই হেলপার মারা যান। আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরীফ বলেন, নিহত হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।