নিজস্ব প্রতিবেদ॥ হিজলা উপজেলায় এক কন্যার জননী আত্মহত্যা করেছে। গতকাল সোমবার নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহননকারী গৃহবধু শাহিনা আক্তার হিজলা উপজেলার ছয়গা গ্রামের বাবুল ঢালীর কন্যা ও পাশের চিড়াখোলা গ্রামের আলাউদ্দিন বেপারীর স্ত্রী। পরিবার সুত্র জানায়, প্রেমের সম্পর্কে তিন বছর পূর্বে আলউদ্দীন বেপারীর সাথে তার বিয়ে হয়। দুই বছরের কন্যার জননী শাহিনা ও আলাউদ্দীনের মধ্যে দাম্পত্য কলহ ছিল। শাহিনার বাবা বাবুল ঢালী জানিয়েছেন, তার কন্যাকে নির্যাতন করা হতো। এর জেরে সে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানিয়েছে, রোববার রাতের খাবার খেয়ে স্বামীর সাথে ঘুমাতে যায়। রাত আড়াইটার দিকে স্বামী ঘুম থেকে জেগে স্ত্রীকে আড়ার সাথে ঝুলন্ত পেয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হিজলা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।